কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বালুর গর্তে পড়ে স্কুলছাত্রী নিহত

বুড়িচংয়ে বালু তোলার গর্তে পড়ে ফাহমিদা আক্তার রাইসা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাইসা বুড়িচং উপজেলার খোদাইতলী গ্রামের রবিউল হোসেনের মেয়ে। সে স্থানীয় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে হাঁস আনতে বাড়ির পাশের সাদেক ভাণ্ডারির জমির পাড়ে যায় রাইসা। এ সময় সে পা পিছলে হুমায়ুন মেম্বারের ড্রেজার দিয়ে জমি থেকে বালু তোলার গর্তে পড়ে যায়। তাকে তুলতে গর্তে নামেন প্রতিবেশী আবদুল আজিজের মেয়ে হেলেনা আক্তার (৪০)।

তিনি পানিতে ডুবে যেতে দেখে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। তবে রাইসাকে তখনো খুঁজে পাওয়া যায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা রাতে রাইসার মরদেহ উদ্ধার করে। গর্তে পড়ে স্কুল ছাত্রী নিহতের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, এ ঘটনায় ড্রেজার পরিচালনার সংশ্লিষ্ট চার জনকে আটক করা হয়েছে।

(নতুন কুমিল্লা/জেপি/কেএ/০২ সেপ্টেম্বর ২০১৮)

আরও পড়ুন