কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ডিবির ওসি হিসেবে শাহ কামাল আকন্দের যোগদান

কুমিল্লায় ৬ শতাধিক মামলার সফল তদন্তকারী কর্মকর্তা ও চাঞ্চল্যকর অনেক মামলার রহস্য উদঘাটনে অদ্বিতীয় ডিবির বহুল আলোচিত এসআই শাহ কামাল আকন্দ পরিদর্শক পদে পদোন্নতি লাভের পর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত রাতে যোগদান করেন। এর আগে ১৯ আগষ্ট পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে শাহ কামাল আকন্দ পদোন্নতি লাভ করেন।

উল্লেখ্য, শাহ কামাল আকন্দ কুমিল্লার দেবিদ্বার ও ডিবিতে দায়িত্বপালনকালীন সময়ে শাহ কামাল আকন্দ চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণ, অস্ত্র ও মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেফতারের মধ্য দিয়ে বেশ আলোচিত হন। দায়িত্ব পালনে অসীম সাহসিকতার কারণে তিনি ২০১৬ সালে পিপিএম (সাহসিকতা) পদক লাভ করেন। এছাড়াও জেলা ও চট্টগ্রাম রেঞ্জে এরই মধ্যে কয়েকবার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার লাভ করেন।

কুমিল্লায় দায়িত্বপালনকালীন সময়ে তিনি ৬৮৪টি মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ৪৪৪টি মামলার বাদী ছিলেন। ১৭৪ রাউন্ড গুলিসহ ১০৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হন। এছাড়াও তিনি অভিযান চালিয়ে ৬৮৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ বিপূল পরিমান মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারেও তাঁর রয়েছে বেশ কৃতিত্ব।

কুমিল্লায় বেশ কিছু সাফল্য : — কুমিল্লায় দায়িত্বপালনকালীন সময়ে শাহ কামাল আকন্দ জেলার অর্ধশতাধিক ক্লুলেস হত্যা, অপহরণসহ চাঞ্চল্যকর মামলা তদন্তের মাধ্যমে রহস্য উৎঘাটনে সফল হয়েছেন। ২০১৪ সালের ২২ নভেম্বর মামলা ছাড়াই গোপন সূত্রে খবর পেয়ে নগরীর ডুলিপাড়া থেকে গরু ব্যবসায়ী তোতা মিয়ার হাড়-কংকাল উদ্ধারসহ ঘাতকদের গ্রেফতার করেন।

এর আগে একই বছরের ১৩ মার্চ দেবিদ্বার থানায় দায়িত্ব পালনকালে উপজেলার ছেচড়াপুকুরিয়া গ্রামের গৃহবধূ শাহিনার মৃতদেহ প্রায় ৮০ ফুট মাটির নিচে নলকুপের পাইপ থেকে উদ্ধারের মধ্যদিয়ে দেশব্যাপি আলোচিত হন। ২০১৬ সালের ৩০ আগষ্ট হত্যার ১৩ মাস পর বন্ধুদের হাতে নিহত দেবিদ্বারের যুবলীগ নেতা টিটুর হাড়-কংকাল নগরীর ঠাকুরপাড়া থেকে তিনি উদ্ধার করেন।

একই বছরের (২০১৬) ১৪ জুন মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা হাহাতি বিল থেকে প্রবাসী ময়নাল হোসেনের লাশ উদ্ধার করা হয় তারই নেতৃত্বে। এছাড়াও চাঞ্চল্যকর অর্ধশতাধিক মামলার রহস্য বের করে আলোচিত হন শাহ কামাল। ২০১৪ সালের ৬ নভেম্বর ডিবির এসআই ফিরোজ হোসেনকে গুলি চালিয়ে আহত করে অস্ত্র লুটে নেয়ায় জড়িত ছিলেন নগরীর শীর্ষ সন্ত্রাসী জিরা সুমন ও তার বাহিনী।

পরে ডিবির শাহ কামাল আকন্দ ডিবির টিম নিয়ে অভিযান চালিয়ে নগরী থেকে জিরা সুমন বাহিনীকে দমন করেন। ঘটনার ৩ দিন পর ৯ নভেম্বর সকালে শাহ কামাল আকন্দের নেতৃত্বে জিরা সুমনের সহযোগী রাব্বী ও জনি আলেখারচর এলাকায় আটক করতে গেলে উভয় পক্ষের গুলি বিনিময়ে ওই ২ সন্ত্রাসী নিহত হয়।

পরে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে পালপাড়া এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হন শীর্ষ সন্ত্রাসী জিরা সুমন। গত বছরের ১৫ অক্টোবর রাতে মেঘনায় সৎভাইয়ের হাতে নিহত আমির হোসেন হত্যা মামলার রহস্য বের করে ৫ আসামীকে গ্রেফতার করেন তিনি। ২০১৬ সালের ৮ নভেম্বর দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে নিহত হন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন সরকার হত্যা মামলা ২০১৭ সালের ১ এপ্রিল সন্ধ্যায় আবু সাইদ ও মোহাম্মদ আলী নামে দুই যুবলীগ নেতাকে হত্যা করা হয়। একই বছরের ৬ মে দাউদকান্দি পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) মসজিদের সামনে আমির হোসেন রাজন (৩৪) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এছাড়াও চলতি বছরের ২ মে রাতে দাউদকান্দির বাজরা গ্রামের ইসলাম হত্যা মামলাসহ এসব হত্যা মামলার রহস্য বের করা হয় এসআই শাহ কামাল আকন্দ ঘাতকদের গ্রেফতার করেন। চলতি বছরের ২৪ মার্চ রাতে তিতাসের ভাটিপাড়া গ্রামে আওয়ামীলীগ নেতা হাজী মোহাম্মদ মনির হোসেন হত্যা মামলার রহস্য বের করাসহ ঘাতকদের গ্রেফতার করেন। গত ২ বছরে সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে আমেরিকান টোবারোর গুদাম থেকে মালামাল ডাকাতিসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে রফতানীমুখী গার্মেন্টসপণ্য লুটের ঘটনার রহস্য বের করাসহ লুষ্ঠিত মামলাল উদ্ধার করেন।

কুমিল্লায় দায়িত্বপালন কালে তিনি ২১৫ জন ডাকাত গ্রেফতার করেন বলে জানা গেছে। গত ১৯ ডিসেম্বর রাতে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো: শাহ আলমের দেবিদ্বারের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করেন। পরে জড়িতদের ৩ জন বন্দুকযুদ্ধে মারা যায়। মনোহরগঞ্জের কুখ্যাত ডাকাত কাদের এসআই শাহ কামাল আকন্দ গ্রুপের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।

এছাড়াও শাহ কামাল টিমের অভিযানে গ্রেফতারের সময় আন্তজেলা ডাকাত সদস্য তাহের, রাসেল,ফারুক, মোস্তফা, শামীম ও হালিম নিহত হয়। এসব ঘটনায় ১৪টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দেবিদ্বারের ২টি হত্যা ও ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত শেষে শাহ কামাল চার্জশিট দেয়ার পর আদালত থেকে দুটি মামলায় অভিযুক্তদের ফাঁসির আদেশ দেয়া হয়।

(নতুন কুমিল্লা/এএফ/এইচএম/০৩ সেপ্টেম্বর ২০১৮)

আরও পড়ুন