‘আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন ক্ষমা করবেন আমাকে’ সোমবার রাত ৯টা ২৫ মিনিটে কুমিল্লার চান্দিনা উপজেলার ছাত্রলীগ নেতা বাশার মাহমুদ তার ফেইস বুক আইডিতে দেওয়া স্ট্যাটাসের শেষ লাইন ছিল এটি।
ওই স্ট্যাটাসটির পর থেকে ফ্রেন্ড লিষ্টে থাকা বন্ধুরা কমেন্টস বক্সে কেউ লিখছেন ‘কি হয়েছে তোর, আবার কেউ লিখেছে কোন সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা রাখ’। নানা রকম বক্তব্যে শোভাকাঙ্খি বন্ধুরা বিভিন্ন কমেন্টস করলেও কোন কমেন্টের রিপ্লে করেনি বাশার। আর এসব নানা কমেন্ট আসার মধ্য দিয়ে ভোর ৫টায় একজন কমেন্টস করেছেন ‘বাশার আর আমাদের মাঝে নেই’! পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে হতাশ করে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাশার মাহমুদ।
নিহত বাশার মাহমুদ চান্দিনা পৌরএলাকার ১নং ওয়ার্ডের কচুয়ারপাড় গ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বারের ছেলে। তিনি স্থানীয় ঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দুই ভায়ের মধ্যে বাশার ছোট।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক একটি বিষয় নিয়ে পিতা ও বড় ভাইয়ের সাথে মনোমালিন্য চলছিল তার। সোমবার নিজ আইডি থেকে ‘আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মিত্যু হয় তার পুরো দায় আমার ফ্যামিলির, বিশেষ করে আমার ভাইয়ের, আমার মৃত্যুতে অন্য কারো পরোচনা ছিল না, আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন ক্ষমা করবেন আমাকে’।
এমন স্ট্যাটাসের পরপরই আত্মীয়-স্বজনরা বাশারের পরিবারের সাথে যোগাযোগ শুরু করে। আর ততক্ষণে বাশার তার নিজ বাড়িতে ক্যারির ট্যাবলেট সেবন করে। পরিবারের লোকজন তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নিয়ে যায়। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে মঙ্গলবার ফেইসবুকে শোক বার্তায় স্ট্যাটাস দেয় চান্দিনা উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা-কর্মী। তবে বিষয়টি একেবারে কিছু জানে না চান্দিনা থানা পুলিশ!
বুধবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামছুল ইসলাম জানান তিনি বিষয়টি ফেইজবুক এর মাধ্যমে জেনেছেন।তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি বলেও তিনি নতুন কুমিল্লাকে জানিয়েছেন।