কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবি পূরণ করা হবে না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো অন্যায্য দাবি পূরণ করা হবে না। আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ চাইবেন না বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট।

তুরস্কের ডেইলি হুরিয়াত নিউজপেপার বুধবার এক প্র্রতিবেদনে বলেছে, মার্কিন যাজককে মুক্তি দেওয়ার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে তার প্রতি ইঙ্গিত করে এরদোয়ান বলেন, ওয়াশিংটনের কোনো অন্যায্য দাবি পূরণ করবে না আঙ্কারা।

তুরস্কে গ্রেফতার হওয়া অ্যান্ড্রু ব্রুনসন নামের ওই যাজককে মুক্তি না দিলে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট দিয়েছেন তাও প্রত্যাখ্যান করেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘তুরস্ক আইনের শাসনকে সম্মান করে এবং বেআইনি কোনো দাবি বিবেচনা করা হবে না।’ আইন অনুযায়ী ব্রুনসনের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন তুরস্কের দীর্ঘদিনের শাসক এরদোয়ান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি নেই এবং তিনি তার (ট্রাম্প) সাক্ষাৎ চাইবেনও না।’

উল্লেখ্য, ২০১৬ সালে তুরস্কে যে ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়, তার সঙ্গে ওই মার্কিন যাজকের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে গ্রেফতার করা হয় ব্রুনসনকে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ব্রুনসনকে ছেড়ে দিতে আঙ্কারাকে চাপ দেন। কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। তুরস্কও একই পদক্ষেপ নেয়।

এ নিয়ে দুই দেশের কূটনীতিক সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে। মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার দাম পড়ে গেছে। কিন্তু তারপরও আঙ্কারা কোনো সাড়া না দিয়ে বরং বিকল্প উপায়ে পরিস্থিতি মোকাবিলার উদ্যোগ নিয়েছে।

এর মধ্যেই কয়েক দিন আগে ট্রাম্প বলেছেন, মার্কিন যাজক ব্রুনসনকে ছেড়ে না দিলে আঙ্কারার ওপর আরো অবরোধ আরোপ করবে ওয়াশিংটন। কিন্তু তাতেও পাত্তা দেয়নি আঙ্কারা।

আরও পড়ুন