কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে সড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার!

লাকসামে নাকে-মুখে কসটিপ পেচানো একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়াবিটায় ঝোপের ভেতর থেকে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম সরকারী হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন উদ্ধারকৃত নবজাতকটির নাকে-মুখে কসটিপ পেচানো থাকায় ও যথা সময়ে উদ্ধার না হলে শিশুটি মৃত্যুর সম্ভাবনা ছিল।

স্থানীয় সুত্রে জানাযায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়াবিটা আহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন ঝোপের ভেতরে কান্নার শব্দ শুনে পার্শ্ববর্তী বাড়ির মেহেদী হাসান নামক এক যুবক শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। এসময় নবজাতকটিকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানীয় ওই যুবক ও মাষ্টার শাহজাহান লাকসাম সরকারী হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজের নির্দেশে এসআই মোঃ সাইদুর রহমান ও কামাল হোসেনের নেতৃত্বে উপজেলা সমাজ সেবা অফিসার উপন্যাস চন্দ দাসের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে সমাজ সেবা কর্মকর্তার সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন