কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মিথ্যাবাদী-ষড়যন্ত্রকারী কখনোই ‘কামিয়াব’ হতে পারে না: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব/ ফাইল ছবি

রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক মুজিব বলেছেন- একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামায়াত মিথ্যা বলে মানুষকে বোকা বানাচ্ছে। ধর্মের দোহাই দিয়ে তারা দেশের জনগণকে ধোকা দিচ্ছে। কিন্তু তারা সফল হবে না। কারণ মিথ্যাবাদী-ষড়যন্ত্রকারীরা কখনোই ‘কামিয়াব’ হতে পারে না।

সত্যিকার আলেমদের গুরুত্ব দিয়ে আওয়ামীলীগই ইসলামের খেদমত করছে উল্লেখ করে মুজিবুল হক বলেন, সারা দেশে মসজিদ-মাদ্রাসায় বর্তমান সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে; অতীতের আর কোন সরকারই তা করেনি। অন্যান্য ধর্মের লোকজনও তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মাঠে উপজেলা ওলামালীগ আয়োজিত মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম নজমিয়া সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান,চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,আ’লীগ নেতা মীর হোসেন মীরু,উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ ভিপি,বাংলাদেশ সুপ্রিমকোটের আইনজীবি আবদুল মন্নান,

কুমিল্লা দক্ষিন জেলা আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল খায়ের, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম,আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক,শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার,জগন্নাথদীঘী ইউনিয়ন ওলায়ামালীগ সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ,ওলামালীনেতাআফছারুল আলম হারুন,যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন ও উপজেরা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক কাজী আল রাফি।

আরও পড়ুন