কুমিল্লা মহানগরীতে অভিযান চালিয়ে সদর উপজেলার শুভপুর এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া আঞ্জুয়ারা বেগম (৫৩) ওই এলাকার আবদুল খালেকের স্ত্রী।
র্যাব সূত্র জানায়, রবিবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন দক্ষিণ চর্থা গ্রামস্থ ইঞ্জিনিয়ার জনৈক কামাল হোসেন এর বাড়ি নং-৯১৭/খ এর উঠানে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল ফোনসহ আঞ্জুয়ারা বেগমকে আটক করা হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামী আঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।