নাঙ্গলকোটে মৌকরা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ছাত্রলীগের যৌথ উদ্যোগে ৫ শত মোটর সাইকেল নিয়ে মাদক ও সন্ত্রাস বিরোধী র্যালী করা হয়। সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের সামনে থেকে র্যালীটি নিজ ইউনিয়ন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিপজল মার্কেটে এসে শেষ হয়।
এ সময় আ.লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতকর্মীরা স্লোগানে স্লোগানে বলেন, এ ইউপিতে মাদক, সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কোন কার্যক্রম চলবেনা। এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহবায়ক পেয়ার আহম্মদ ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা তোফায়েল আহম্মেদ খসরু, যুবলীগ নেতা আবু তাহের (ছোট), কাজী জসিম উদ্দিন, মো: সোহাগ, সিরাজুল ইসলাম টিপু, ইউপি ছাত্রলীগের আহবায়ক মহি উদ্দিন মহিন, সদস্য সচিব সাইমুন ইসলাম, যুগ্ম আহবায়ক সাইদুল হাছান, মো: সোহাগ, তারেক, শাহাদাত, দিদার, মোস্তফা, আজিম ও সৌরভ প্রমূখ।