বাংলাদেশ কৃষি ব্যাংক মুরাদনগর শাখার উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ১১জন কৃষক-কৃষানীদের মাঝে এগার লাখ পনের হাজার পয়ত্রিশ টাকার ঋণ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহা-ব্যবস্থাপক পারভীন আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক নারায়ন চন্দ্র মন্ডল। বাংলাদেশ কৃষি ব্যাংক মুরাদনগর শাখার ব্যবস্থাপক তপন কুমার দত্ত’র সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার,
প্রধান শিক্ষক তাহেরা খাতুন রুবী, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জিয়াউল হক, পরিদর্শক শরিফ উল্লাহ ভুইয়া, সহকারী শিক্ষক আক্তার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন ও তােেহর মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে তিন লাখ ৭৫ হাজার টাকার বকেয়া ঋণ আদায় করা হয়। একই সাথে ১২ জনের নামে নতুন সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে।