কুমিল্লার বরুড়া উপজেলার কমপ্লেক্সের ভেতরে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) আধুনিক ডাক বাংলোর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বণিক, জেলা পরিষদের সদস্য সোহেল সামাদ সহ অনেকে।
উদ্বোধন শেষে জেলা পরিষদ হলরুমে সোহেল সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বণিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ, খোশবাস ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, শিলমুড়ী ইউপি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালান করেন কুমিল্লা (দঃ) জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী হাফিজ আহাম্মেদ, উপ সহকারি প্রকৌশলী শামছুল হুদ দিদার, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক, জাফর উল্লাহ চৌধুরী, ওমর ফারুক, নুরুল ইসলাম, ফারুক হোসেন ভূঁইয়া, দেলোয়ার হোসেন, নাজমুল হোসেন সর্দার, প্রভাষক মাসুদ মজুমদার, বরুড়া প্রেস কাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, বরুড়া কন্ঠের সম্পাদক ইউসুফ আলী, সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস সহ নির্বাচিত ইউনিয়ন মেম্বার ও পৌর কাউন্সিলরগণ। ১ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে বাংলোটি নির্মিত হয়।