কুমিল্লা মহানগরীর অশোকতলা এলাকায় গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতলা মর্গে প্রেরণ করেন।
নিহত গিয়াস উদ্দিন মহানগরীর পূর্ব অশোকতলা এলাকার মৃত তোফায়েল আহমেদের ছেলে। তিনি পেশায় দর্জির কাজ করতেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে নতুন কুমিল্লাকে জানান, পারিবারিক কলহের জেরে গিয়াস উদ্দিন অভিমান করে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।