চৌদ্দগ্রামে নাছরিন আক্তার নামের এক মেয়ে নিখোঁজের ১৪ দিনেও সন্ধান মিলেনি। সে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুর রউফের বাড়িতে গৃহ পরিচিকা হিসেবে কাজ করতো। নাছরিন চাঁদপুর জেলার শাহারাস্তি থানার উয়ারুক গ্রামের দক্ষিণ পাটোয়ারী বাড়ির আবদুল গণির মেয়ে।
জানা গেছে, নাছরিন আক্তার(১৪) গত ৩০ আগস্ট বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না বলে খাটরা থেকে অজ্ঞাতস্থানে চলে যায়। বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৪৯১) করা হয়েছে। মেয়েটির গায়ের রং কালো এবং মুখমন্ডল গোলাকার। যদি কোন ব্যক্তি নাছরিনের সন্ধান পেলে ০১৭১১৯৮২১৩৩ নাম্বার অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছেন আবদুর রউফ।