চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার জামিনের অধিকতর শুনানি শেষে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম এই আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী মোঃ কাইমুল হক রিংকু নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১২ সেপ্টেম্বর বুধবার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার জামিন শুনানি হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা তাদের বক্তব্য পেশের পর রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য রাখেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অধিকতর শুনানীর জন্য সময় আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম আজ ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে নটায় অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। এবং বিকালে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
খালেদা জিয়ার আইনজীবী জানান, মামলাটিতে খালেদা জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।