কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় গ্রাম্য শালিসে প্রবাসীর স্ত্রীকে নির্যাতন

কুমিল্লার লালমাই উপজেলার মনোহরপুর গ্রামে সালিশ দরবারে এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

গ্রামের মাতবর দুলা মিয়া চেয়ারম্যানের ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে কাতার প্রবাসী আব্দুল মালেকের স্ত্রী শিরিন আক্তারের ওপর এ নির্যাতন চালানো হয়।

এদিকে মঙ্গলবার রাতের এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মান্নান মাস্টারের ছেলে জাকারিয়া ও তার স্ত্রী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারকে মারধর করেন।

মারধরের ঘটনায় শিরিন আক্তার আইনি ব্যবস্থা নিতে চাইলে গ্রাম্য মাতব্বররা তাকে বাধা দেন। সম্প্রতি সালিশে বিষয়টি ভিন্ন খ্যাতে প্রবাহিত করতে শিরিন আক্তারের বিরুদ্ধে মন্নান মাস্টারের আরেক ছেলে কিবরিয়ার সঙ্গে পরকিয়ার অভিযোগ তোলা হয়।

এ অভিযোগের ভিত্তিতে শিরিনের ওপর দুলা মিয়া চেয়ারম্যানের ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে ভয়াবহ নির্যাতন চালান সেলিমসহ ওই গ্রামের মাতবররা।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত বলেন, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সদর দক্ষিণ মডেল থানার ওসিকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ নতুন কুমিল্লাকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন