কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় কাজী মাহতাব সুমনকে সংবর্ধনা

বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় কুমিল্লার সকল আবৃত্তিশিল্পী, সংগঠক ও সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে কুমিল্লার কৃতি সন্তান বিশিষ্ট আবৃত্তিকার কাজী মাহতাব সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র এ সংবর্ধনার আয়োজন করা হয়। কুমিল্লার কথার সম্পাদক সংস্কৃতি কর্মী সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নারী নেত্রী মিসেস পাপড়ী বসু, কুমিল্লা জেলার সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, বিশিষ্ট ক্রীড়াবিদ ও বাচিক শিল্পী আবৃত্তিকার বদরুল হুদা জেনু, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী ও ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামীম হায়দার।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক ও নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের সহকারি পরিচালক আল আমিন। এছাড়া আরো বক্তব্য রাখেন, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি তাহমিনা বেগম, কবি ও সংগঠক কবি ফখরুল হুদা হেলাল সহ বিভিন্ন আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে সংবর্ধিত বিশিষ্ট আবৃত্তিকার কাজী মাহতাব সুমন বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন আবৃত্তি সংসদ কুমিল্লা, কন্ঠ সাধন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার,

শব্দশ্রæতি কুমিল্লা, শাণিত উচ্চারণ বাচিক শিল্প চর্চা কেন্দ্র, ধ্বনি চিত্র বিনির্মাণ পাঠশালা, কাক ব্যঞ্জনা বাক শিল্প বিকাশ পরমপরা, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র, রৌদ্রজল, দুর্বার ফাউন্ডেশন, কুমিল্লা কলেজ থিয়েটার, কবি সুজয় দেব রয়েল সহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রিপন চৌধুরী ও মারিয়াম তাবাস্সুম।

আরও পড়ুন