কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে জনবল সঙ্কটে সরকারি কার্যক্রমে স্থবিরতা

দীর্ঘ কয়েক বছর ধরে নাঙ্গলকোট উপজেলার ১০টি দপ্তরের ২৩ জন বিভাগীয় কর্মকর্তার পদশূণ্য রয়েছে। এসব দপ্তরে প্রধান কর্মকর্তাগণ না থাকায় বিভিন্ন ভাবে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আবার কোথাও কোথাও দেখা যায় অন্য উপজেলা থেকে ধার করে ভারপ্রাপ্ত কর্মকর্মতা ও সহকারী কর্মচারী দিয়ে চলছে অফিসের কর্যক্রম। ওই ভারপ্রাপ্ত কর্মকর্তারা সপ্তাহে অফিস করেন দু’এক দিন।

উপজেলা অফিস সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১ জন, মেডিকেল অফিসার ১১ জন, প্রাণী সম্পদ ভেটেনারী সার্জন ১ জন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ১ জন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা ১ জন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ২ জন, হিসাব রক্ষন কর্মকর্তা ১ জন, পরিসংখ্যান কর্মকর্তা ১ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১ জন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ১ জন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ১ জন, আনসার ভিডিপি কর্মকর্তা ১ জনসহ ২৩ জন বিভাগীয় কর্মকর্তার পদশূণ্য রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী নতুন কুমিল্লাকে বলেন, বিভিন্ন দপ্তরে বিভাগীয় কর্মকর্তার পদশূণ্য থাকায় অফিসিয়াল কার্যক্রমের ব্যাগত ঘটছে। তাই দ্রুত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।

আরও পড়ুন