মুরাদনগরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় আনুষ্ঠানিক ভাবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া বাজার সংলগ্ন মরা তিতাস নদী ও পশ্চিম সোনাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উন্মুক্ত জলাশয়ে ৩১২.৫ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্ত কালে অন্যান্যের উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মামুন, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সেলিম সরকার, ইউপি সদস্য নজরুল ইসলাম ভোলা, যুবলীগ নেতা আবিদ আলী, ইবরাহিম খলিল ও সাংবাদিক রাজিম খান প্রমুখ।