দৈনিক ভোরের কাগজ পত্রিকার কুমিল্লা জেলা কাগজ প্রতিবেদক এম ফিরোজ মিয়া সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন। শনিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে ভোরের কাগজের বার্ষিক প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
এম ফিরোজ মিয়া গত ২৮ বছর যাবত দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় লেখালেখি করে আসছেন।বর্তমানে তিনি দেশ টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এছাড়াও বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের সিনিয়র সহ সভাপতি। টেলিভিশন জানালিষ্ট এসোসিয়েন অব কুমিল্লার সাবেক সভাপতি, কুমিল্লা প্রেসক্লাবে সাবেক অর্থ ও ক্রীড়া সম্পাদক, ঝলক পরিষদের সিনিয়র সহ সভাপতি ও সাপ্তাহিক ভোরের সূর্যোদয় সম্পাদক।