কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দুই ছাত্রাবাসে গোপন বৈঠক চলাকালে তল্লাশী চালিয়ে কুমেক শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ নতুন কুমিল্লাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, কুমেক শাখা শিবিরের সভাপতি শাকিল বিন ওয়ালী, শিবির নেতা তানজিমুল হক, শিবির কর্মী নজরুল ইসলাম ফরহাদ, মুজাহিদুল ইসলাম, শাহলম মিয়া, শহীদুল ইসলাম, শিবির সমর্থক স্থানীয় দোকানদার মোঃ সৈয়দ আহমেদ ও মোঃ আবুল হাশেম।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীররাতে কুমেকের শেখ রাসেল ও শাহ আলম বীরউত্তম ছাত্রাবাসের অভিযান পরিচালনা করে গোপন বৈঠক থেকে ২টি ককটেল, ২টি রামদা, একটা কিরিচ ও একটি রড কাটার রেনজসহ তাদের আটক করা হয়।