কুমিল্লা
বৃহস্পতিবার,৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় ৩৮শ’ পিস ইয়াবাসহ আটক ৪

চান্দিনায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ ৪ জন যুবককে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ । রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার তীরচর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও চারজনকে আটক করা হয়।

আটকৃতরা হলো গাজীপুর জেলার সদর উপজেলার পদহার বাইচ গ্রামের জামাল মিয়ার ছেলে আবদুর রহিম (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মাছিম নগর গ্রামের মৃত ডা. রেনু মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (৩২), শেরপুর জেলার সেপাইগারী উপজেলার উত্তর ধামশাইর গ্রামের আহমেদ আলীর ছেলে রেজাউল ইসলাম ফরিদ (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইস উপজেলার বাড়ইকান্দি গ্রামের জসিম উদ্দিনের ছেলে মবিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে মহাসড়কের তীরচর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৯-৮৫৭১) তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো.শামসুল ইসলাম জানান- আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন