কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সন্তানদের মানুষ করতে হলে মায়েদের তদারকি করতে হবে: মতিন খসরু

এডভোকেট আবদুল মতিন খসরু / ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইন বিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের এমপি এডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, ‘সন্তানদের মানুষের মতো মানুষ করতে হলে মায়েরা তাদেরকে সঠিকভাবে তদারকি করতে হবে। আজকের ছেলে মেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই আগামী দিনে এই দেশে প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে বিশ্বের সাথে পাল্লা দিয়ে এ গিয়ে নিবে। ছেলে মেয়েদেরকে অবহেলা করা যাবে না, খুব যত্ম সহকারে শিক্ষার আলোর পথ দেখাতে হবে। নিয়মিত স্কুলে পাঠাতে হবে, পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা এবং খাওয়া দাওয়ার ব্যাপারে মায়েরা খুব বেশি নজর রাখতে হবে।’

সোমবার (১৭ সেপ্টেম্বর) বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশনেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. জাকির হোসেন জাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, ওসি আকুল চন্দ্র বিশ্বাস, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আলহাজ আবু সালেহ মো. সেলিম রেজা সৌরভ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাদেরা পারভীন, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহ আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহেরসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য বক্তিবর্গ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থীর মায়েরা।

আরও পড়ুন