কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

অলরাউন্ডার সাকিব দেশে ফিরছেন না সাকিব

সোমবার রাতে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়ে নিশ্চিত হয় বাংলাদেশের সুপার ফোরের টিকিট। সুপার ফোর নিশ্চিত হওয়ার স্বস্তি নিয়ে ঘুমোতে যাওয়ার আগে দেশের মানুষের কাছে বিনা মেঘে বজ্রপাতস্বরুপ আসে একটি খবর।

যেখানে জানা যায় টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরছেন সাকিব। কন্যা আলায়না হাসান অব্রির অসুস্থতাজনিত কারণে স্ত্রী ও কন্যাকে দেশে রেখে যেতেই নাকি সাকিবের এমন সিদ্ধান্ত। বেশ কয়েকটি সুত্রে ফলাও করে পরিবেশিত হতে থাকে এ সংবাদ।

তবে ভোরের আলো ফুটতেই স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে যায় পুরো বিষয়টি। আলায়নার অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে দেশে ফিরছেন না সাকিব। সুস্থ্য আছেন আলায়না। দলের সাথেই থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও। নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন সাকিব-তামিমদের বিদেশ ভ্রমণের সার্বিক দায়িত্বে থাকা ওয়াসিম খান।

এছাড়া তিনি আরও জানিয়েছেন যে সাকিব না ফিরলেও আজ মঙ্গলবার ফিরবেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের পুরনো ব্যথায় পুনরায় আঘাত পাওয়ায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তামিম। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে দেশে ফিরবেন তিনি।

আরও পড়ুন