বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ মাসুদুর রহমান পবন (৫০) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। আটক মাসুদুর কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চান্দেরচর গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টায় বেনাপোল চেকপোস্টের কাস্টমস ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ভারতে স্বর্ণের বারের বড় চালন যাবে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা অভিযান চালিয়ে ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশের সময় সন্দেহজনক হওয়ায় মাসুদুর রহমান পবন আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে পায়ুপথ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ডেপুটি কমিশনার নিপুণ চাকমা নতুন কুমিল্লা তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।