কুমিল্লা জেলায় এ বছর আউশের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে আড়াইগুণ বেশি ধান উৎপাদিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক দিলীপ কুমার অধিকারী নতুন কুমিল্লাকে জানিয়েছেন, এ বছর আউশ ধানের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ৭৩ হাজার ৮শ ৪৬ হেক্টর ও ১ লাখ ৯১ হাজার ৮শ ৭৪ মেট্রিক টন। আবাদ হয়েছে ৭১ হাজার ৬শ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে ৫ লাখ ৩৩ হগাজার ৩শ ৯৫ টন। উৎপাদিত ধান লক্ষ্যমাত্রার চেয়ে আড়াইগুণ বেশি।
খরিপ ২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা যথাক্রমে ১ লাখ ৬ হাজার ৯শ ৫০ হেক্টর ও লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৭ হাজার ৯শ ৬০ মেট্রিক টন। আমন ধানের চারা রোপণ কাজ পুরোদমে চলছে। এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে।
বিএডিসি (বীজ বিপণন) বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ বর্ষে কুমিল্লা জেলায় মোট ১১১৭.৯৪২ মেট্রিক টন আমন ধান বীজ বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া খরিপ-২ মৌসুমে কুমিল্লা অঞ্চলের জন্য ১০.০০ মেট্রিক টন মানঘোষিত শ্রেণির মাশকলাই বীজের বরাদ্দ পাওয়া গেছে।
এদিকে ধানের বাজারগুলোতে ধানের ভেজাল বীজ বিক্রির অভিযোগ রয়েছে। চাষীদের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।