কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ‘বড়দল’ সমর্থকের লাশ উদ্ধার: আটক এক

দেশ ব্যাপী আলোচিত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘বড়দল-ছোটদল’ সংঘর্ষের জের ধরে আবারও রমিজ আলী (৪৫) নামে নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিদলাই গ্রামে বাড়ির পাশের বাঁশের মাচা থেকে রমিজের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মনসুর আলীর ছেলে এবং ‘বড়দলের’ সমর্থক ছিলেন।লাশ উদ্ধারের পর থেকে শিদলাই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার সার্কেল) শেখ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৮ সেপ্টেম্বর গ্রামটিতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন ২জন। তারা ‘ছোট দলের’ সমর্থক ছিলেন। এ ঘটনার ১০ দিনের ব্যবধানে এবার উদ্ধার হলো বড় দলের রমিজের লাশ। এছাড়াও গতবছর দু’গ্রুপের মধ্যে প্রাণঘাতি সংঘর্ষে নিহত হন ‘বড় দলের’ লিডার মফিজুল ইসলাম। আগের এসব সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা চলছে।

রমিজ আলীর পরিবারের সদস্যরা জানিয়েছে, মামলায় গ্রেফতার এড়াতে এবং প্রতিপক্ষের লোকজনের হামলার ভয়ে তিনি বাড়ির পাশের পুকুরের এক কোণে বাঁশের মাচা পেতে রাত্রী যাপন করতেন। পেশায় জেলে রমিজ আলী দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহত রমিজ আলীর স্ত্রী ঝর্না আক্তার নতুন কুমিল্লাকে জানান, ‘মঙ্গলবার রাতে সবার অগোচরে সে পুকুর পাড়ের মাচায় ঘুমাতে যায়। ভোরে সেখানে ধস্তাধস্তি ও গোঙ্গানির আওয়াজ শুনে আমি ও বাড়ির অন্য মহিলারা গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখি।’ ঝর্নার দাবি, ‘ওই সময় ‘ছোটদলের’ লোকজন তার স্বামীর উপর ছুরি ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতেই রমিজ মারা যান।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান নতুন কুমিল্লাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রমিজ আলীর মরদেহ উদ্ধার করেছে। তিনি খোরশেদ হত্যা মামলার আসামী ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরো ৫টি মামলা রয়েছে।’ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ এক নারীকে আটক করা হয়েছে।’

অপরদিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, স্থানীয় চিকিৎসক ও আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি হঠাৎ করে প্রেসার বেড়ে যাওয়ার কারণেই রমিজ আলী মারা গেছেন। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

আরও পড়ুন…
ব্রাহ্মণপাড়ায় জোড়া খুনের ঘটনায় ৮৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় আধিপত্যের জের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন