ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া মাষ্টার ব্রিকক্স সংলগ্ন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। যার বয়স আনুমানিক (৫০) বছর।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালাম নতুন কুমিল্লা জানান, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভোরে পথচারীরা কালাকচুয়া মাষ্টার ব্রিকক্স সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে লাশ দেখতে পুলিশে খবর দিয়। পরে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ও দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তবে তার শরীরের ভিবিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।ধারনা করা হচ্ছে রাতে অজ্ঞাত গাড়ির আঘাতে মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্ত রিপোর্ট হাতে ফেলে মৃত্যুর সঠিক কারন বলা যাবে বলে এসআই আবু সালাম জানান।