কুমিল্লা চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠুন দাস (২৫) নামে এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে।বুধবার রাতে নিজ ঘরে ফ্রিজ মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন দাস উপজেলার নবাবপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মালি বাড়ির মনোরঞ্জন দাসের একমাত্র ছেলে।
পরিবার সূত্র জানায়, বুধবার রাতে মিঠুন দাস নিজ ঘরে ফ্রিজ মেরামত করছিলে। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা উদ্ধার করে দ্রুত দোল্লাই নবাবপুর টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি পেশায়া একজন ফ্রিজ মেকানিক ছিলেন।তার মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের মাতম নেমে আসে।