কুমিল্লার নব গঠিত লালমাই উপজেলায় গত বৃহস্পতিবার বাগমারা বিশ্বম্ভর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উদ্যোগে কুমিল্লা দক্ষিনাঞ্চলের ৭টি উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু জনগোষ্ঠির অস্তিত্ব রক্ষায় ৫ দফা দাবিতে ২৮ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার রায় সভাপতিত্বে ও দিলীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বক্সী, লাকসাম উপজেলা শাখা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু, লালমাই উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অমর কৃষ্ণ বনিক (মানিক), চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা নান্টু মজুমদার, কুমিল্লা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আর ও উপস্থিত ছিলেন- লালমাই উপজেলা শাখা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক পুলিন চন্দ্র ভৌমিক, সদস্য সচিব মানিক মজুমদার, যুগ্ন সচিব সুভাষ চন্দ্র দাস, যুগ্ন আহবায়ক প্রদীপ মজুমদার, কিরন রায়, নির্বাহী সদস্য শম্ভু রায়, সুমন রায় চৌধুরী, লাকসাম উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ফনি ভূষন সিংহ, সহ-সম্পাদক রতন লাল দাস, সাংগঠনিক সম্পাদক নিমাই সাহা, গোপাল সাহা প্রমুখ।