কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণপাড়া বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে পরম মণি (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার মহালক্ষীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরম মণি মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিলেন।

পারিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মহালক্ষীপাড়া গফুর মেম্বারের বাড়ীর প্রবাসী সফিকুল ইসলামের মেয়ে পরম মণি রবিবার কোন কারণ ছাড়াই স্কুল যায়নি। এরই মধ্যে দুপুর ১২ টার দিকে ঘর খালি পেয়ে বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার মা ঘরে প্রবেশ করে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে মাটিতে নামিয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুজ্জামান নতুন কুমিল্লাকে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করনে। তবে মেয়েটি কেন আত্মহত্যা করেছে পরিবারের কোন সদস্য কিছুই বলতে পারছে না। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে প্রকৃত মৃত্যুর রহস্য জানা যাবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন