কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। সঞ্জয় কুমার ভৌমিক নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, সঞ্জয় কুমার ভৌমিক ১৯৯৪ সালের ৪ এপ্রিল গাইবান্ধা জেলার সহকারি কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি), ১ম শ্রেণি ম্যাজিস্ট্রেট, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী সচিব হিসেবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, জেলা জেলা প্রশাসক (শিক্ষা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ-পরিচালক স্থানীয় সরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ সঞ্জয় কুমার ভৌমিক কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।