কুমিল্লার বুড়িচংয়ে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ময়নামতি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার ময়নামতি ইউনিয়নের শমেষপুর গ্রামের সাহউদ্দিনের মেয়ে নিপা আক্তার (১৮) ও আদর্শ সদর উপজেলার সাতরা গ্রামের জাকির হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার (২০)।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু ইউসুফ ফসিউজ্জামান নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়নামতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজার সংলগ্ন একটি কোল্ডস্টোরের পেছন থেকে ৩০৫ পিস ইয়াবাসহ নিপা ও মৌসুমীকে আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।