কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা সমৃদ্ধ দেশ গড়েছেন’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো: তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে দিয়েছেন সমৃদ্ধি। শেখ হাসিনার নেতৃত্বে এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। জিডিপি উন্নয়নে এশিয়ায় চীনের পরেই আজ বাংলাদেশের অবস্থান। শেখ হাসিনা এখন আর ভিশন-২০২১নয়, নতুন প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করছে।

শেখ হাসিনা সরকার আজ এ মহাপরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। যখনই আওয়ামীলীগ ক্ষমতায় থাকে তখনই দেশ ও গরীব মানুষের ভাগ্য উন্নয়নে কাজ হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গরীব বঞ্চিত মানুষের কল্যাণে ১৭ প্রকার ভাতা চালু করছে। দেশের উন্নয়নের এ ধারা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মনোহরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগ হবে একটি সু-সংগঠিত সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন নারী। তিনি আজ সারা বাংলাদেশ পরিচালনা করছেন। নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। মনোহরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এডভোকেট তানজিনা আক্তারকে মনোহরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও শারমিন আক্তারকে সদস্য সচিব করা হয়। এছাড়াও আছমা আক্তারকে যুব মহিলা লীগের আহবায়ক ও মারজাহান আক্তারকে সদস্য সচিব করা হয়।

মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপত্বি করেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল। অন্যদিকে যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক মনোয়ারা বেগম সাকি। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক পড়শী সাহা প্রমুখ।

ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: জিয়াউর রহমান শাহিন জিয়ার সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড. তানজিনা আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সহ সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নিশাত খানসহ আরো অনেকে। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, নারী নেত্রী রিপন বেগম, মাছুমা বেগমসহ মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন