কুমিল্লা
বৃহস্পতিবার,২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ চৈত্র, ১৪২৯ | ৩০ শাবান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

কুমিল্লায় স্কুল ছাত্রকে পিটিয়ে শিক্ষক জেলে !

আহত স্কুল ছাত্র আরাফাত হোসেন/ ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লায় এক শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে। হোমনা উপজেলার সদরের ‘ভিক্টর স্কুল এন্ড কলেজে’এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র আরাফাত হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই স্কুলের নবম শ্রেনির ছাত্র এবং উপজেলার শ্রীপুর গ্রামের মো. নূরন্নবীর ছেলে।

এ ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষক মো. আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) আটক শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মো. আমিনুল ইসলাম রিপন ভিক্টর স্কুল এন্ড কলেজের একজন খণ্ডকালীন শিক্ষক। তার বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দকুড়া গ্রামে। এ ঘটনায় আহত ছাত্রের বাবা নূরন্নবী বাদি হয়ে মঙ্গলবার রাতে হোমনা থানায় মামলা করেন।

আহত ছাত্রের বাবা মোঃ নূরন্নবী নতুন কুমিল্লাকে জানান, মঙ্গলবার শিক্ষক আমিনুল ইসলাম রিপন ক্লাসে এক ছাত্রকে দিয়ে ব্ল্যাকবোর্ডে একটি ইংরেজি প্যারাগ্রাফ লিখে ছাত্রদের তা খাতায় উঠাতে বলেন। এটি খাতায় তুলতে গিয়ে আরাফাত হোসেন একটু সময় বেশী চায়। তাতেই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে পেটান। এতে আরাফাত আহত হলে অন্য শিক্ষকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ব্যাপারে হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক নতুন কুমিল্লাকে বলেন, শিক্ষক আমিনুল ইসলাম রিপনকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। আহত ছাত্রের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন