কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় পুকুর থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে নুরুল ইসলাম ভু্ঁইয়া (৭০) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামের দক্ষিণ পাড়ার ভুঁইয়া বাড়ির বাসিন্দা এবং আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার সুত্র জানায়, কিছুটা মানসিক ভারসাম্যহীন নুরুল ইসলাম ভুঁইয়া সোমবার ভোরে বাড়ি থেকে বের হন। এর পর বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে তাকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার ও সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। দুপুরে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম নতুন কুমিল্লাকে বলেন, ‘মানসিক ভারসাম্যহীন শিক্ষক নুরুল ইসলামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে’।

আরও পড়ুন