কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান মো. রোশন আলী মাস্টার। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ আসনের বর্তমান সাংসদ হলেন রাজী মোহাম্মদ ফখরুল। রোশন আলী মাস্টারের মনোনয়ন চেয়ে নেতা-কর্মী ও সমর্থকরা এলাকায় ব্যাপক শোডাউন সভা-সমাবেশ করছে। এতে নেতা-কর্মী ছাড়াও তাঁর সমর্থনে বিভিন্ন পেশাজীবি, সুশীল সমাজ ও আ.লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও অংশ নিচ্ছেন।
গত শনিবার হাজার হাজার নেতা কর্মীর বিশাল শোডাউন বহর নিয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কুমিল্লার ইলিয়াটগঞ্জের পথসভায় যোগ দেন রোশন আলী মাস্টার।
রোশন আলী মাস্টার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলমত নির্বিশেষে তৃণমূলে কাজ করে যাচ্ছি । সাধারণ ভোটাররা আমার মনোনয়নে আশাবাদী। নেত্রীর চুড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি। জাতীর জনকের একটি সোনার বাংলা উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী দেবিদ্বারের এ আসনে আগামী সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও তৃণমূলের কাঙ্খিত একজন প্রার্থী নির্বাচন করবেন বলে আমরা আশাবাদী।
বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা জানান, ভোটের আগে অনেক প্রার্থীই নানা প্রতিশ্রুতি দেন। ভোট গেলে আর সে কথা মনে থাকে না। এবারের ভোটে প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই। মন ভুলানো কথায় আমরা আর বিশ্বসী নয়।
রোশন আলী মাস্টার আরও জানান, ভোটারদের একটি হিসাব নিকাশ থাকবেই। যারা জনপ্রতিনিধি হয়ে ভোটারদের কথা চিন্তা করেন না তাদেরকে এলাকা থেকে বয়কট করাও সাধারণ ভোটারদের কাজ। আমি বলব, জনপ্রতি হয়ে জনগণের জান মালের হেফাজত করা একটি ইবাদতের সমতুল্য। আমি জন সাধারণের সাথে মিশেছি আমি জানি জনগণের মনের কি ক্ষোভ কি অভিমান। ইনশাল্লাহ জনপ্রতি হতে পারলে তার প্রতিফলন জনগণ ভোগ করবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার নতুন কুমিল্লাকে জানান, রোশন আলী মাস্টার একজন সৎ ও যোগ্য মানুষ। তিনি ২০০১ সাল থেকে আওয়ামীলীগকে দিয়েই আসছেন বিনিময়ে কিছু চাননি। এমন ত্যাগি মানুষ দেশের জনপ্রতি হতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।