কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে গাড়ি চাপায় স্কুল ছাত্রী নিহত: মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ/ ছবি: নতুন কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে কভার্ডভ্যান চাপায় উম্মে রুমান মারজানা (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের মেডিল্যাব ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারজানা পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার সবজি বিক্রেতা ফিরোজ আহাম্মদ সোহাগের মেয়ে। সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী (রোল-২) ছাত্রী। এদিকে মারজানার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে সহপাঠিরাসহ সাধারন জনতা মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে।

স্থানীয় সুত্র ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, শনিবার বিকাল ৪টা ২০মিনিটের সময় স্কুল ছুটির পর মারজানা বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এসময় মেডিল্যাব ক্লিনিকের সামনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।

এদিকে স্কুল ছাত্রীর নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন ও নতুন সড়ক সোয়া এক ঘন্টা অবরোধ করে রাখে। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা নতুন কুমিল্লাকে বলেন, ‘খবর পেয়ে নিহত ছাত্রীর লাশটি উদ্ধার করি। এছাড়া ঘাতক কাভার্ডভ্যানটি ও চালককে আটক করা হয়েছে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনাহয় বলে তিনি জানান।

আরও পড়ুন