কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ

চান্দিনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা পৌরসভার ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সবুজ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবশে বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, সবুজ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা সভাপতি কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার আহমেদ, সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাওমী সুমাইয়া রাহমান, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, চান্দিনা পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল জলিল কমিশনার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম সওদাগর, ছায়কোট ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু তাহের, স্থানীয় ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পৌর ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হক।

আরও পড়ুন