কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা আজ রাত
১২টার দিকে শেষ হচ্ছে।এর আগে গত ১ সেপ্টেম্বর (শনিবার) থেকে অনলাইনে আবদন প্রক্রিয়া শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর (রবিবার) রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়।
ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির আইটি সেলের প্রধান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান রাজু জানান, শনিবার পর্যন্ত এ বছর ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রায় ৫৬ হাজার আবেদন জমা হয়েছে। এছাড়া আবেদনের জন্য এ বছর সময় বাড়ানো হবে না বলেও জানান তিনি।
এ বছরের ভর্তি পরীক্ষা এ, বি এবং সি এই তিনটি ইউনিটের অধীনে আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন, আসন বিন্যাস, ফলাফল সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) তে জানা যাবে। এছাড়া হেল্পলাইনের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে পারবেন।