কুমিল্লা
বৃহস্পতিবার,৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মাদকের গডফাদারদের ছাড় দেওয়া হবে না

এডভোকেট আবদুল মতিন খসরু / ফাইল ছবি

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ সরকারের সময়ে দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে, যা ব্রাহ্মণাপাড়া-বুড়িচং এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে বুঝা যায়। সরকারের উন্নয়ন কিছু সংখ্যক মাদকসেবি ও মাদকের গডফাদারদের কারনে কোন ভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে না। তাই প্রশাসনের প্রতি আমার বক্তব্য হল মাদকের গডফাদার যেই হোক তাকে যেন কোন ভাবে ছাড় দেয়া না হয়।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খাঁন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইন বিচারও সংসদ বিষয়ক মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. আব্দুল মতিন খসরু এমপি এসব কথা বলেন। ব্রাহ্মণপাড়া-বুড়িচং পেশাজীবি কল্যান সমিতির সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি হাজী মাহবুব হোসেনের সভাপতিত্বে কলেজের প্রভাষক লিপি সরকার ও প্রভাষক জামাল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব জাহাঙ্গীর খাঁন চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার স¤্রাট খীসা,

অধ্যক্ষ মুহাম্মদ আলী চৌধুরী মানিক, বুড়িচং উপজেলা সমিতি ঢাকা এর সভাপতি এম.এ মতিন এমবিএ, মোশাররফ হোসেন খাঁন চৌধুরী বিশ্ববিদ্যাল কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খাঁন চৌধুরী, কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির। এসময় উপস্থিত ছিলেন কলেজের গভর্ণিং বডির সদস্য, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দেশবরেণ্য শিল্পীদেও অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন