আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার (০২ অক্টোবর) চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার,
মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার ছাকিনা বেগম, সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃদুল কান্তি চাকমা, চৌদ্দগ্রাম থানার এসআই ফরিদসহ ২৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।