কুমিল্লার দাউদকান্দিতে ২ হাজার ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০২ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম-মহাসড়কের বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার কাঞ্জরপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ফরিদ (২৮) এবং একই গ্রামের আমির হোসেনের ছেলে হামিদ (১৯)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল এলাকায় অভিযানে যায় পুলিশ।
অভিযান চলাকালে পথচারি দুই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে রক্ষিত ২৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন নতুন কুমিল্লাকে জানান, এ বিষয়ে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।