চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ অক্টোবর) হত্যা মামলাটির দুই দফা শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নং আমলি আদালতের বিচারক বিল্পব দেবনাথ এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাড. কাইমুল হক রিংকু নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি পি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। গত ১২, ২০ এবং ৩০ সেপ্টেম্বর মামলাটির শুনানির তারিখ ছিল।
অ্যাড. কাইমুল হক রিংকু নতুন কুমিল্লাকে বলেন, ‘রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত এর আগে একাধিকবার হত্যা মামলাটির তারিখ দিয়েছিলেন। আমরা আদালতের চাহিদা অনুযায়ী সমস্ত কাগজপত্র আজকে আদালতে দিয়েছি। আজ দুই দফা শুনানি শেষ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আমরা ন্যায় বিচার পাইনি। জামিন পেতে আমরা উচ্চ আদালতে আপিল করবো।’
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।