ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের (২৮) পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম সাজ্জাদ করিম অভি। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া গ্রামে। পরিবারসহ তিনি চট্টগ্রাম শহরের বায়েজি এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার দিন অভি মোটর সাইকেল যোগে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রিজের সাথে দ্রুতগামী একটি মোটর সাইকেলের (ঢাকা মেট্রো-ল-১৩-১৬৫৮) ধাক্কা লেগে চালক অভি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধারে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।