নাঙ্গলকোটে তিন দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। মেলায় বৃহস্পতিবার (৪ অক্টোবর) উপজেলা মাঠে উপজেলার বিভিন্ন দপ্ততের সর্বমোট ৩১ স্টল বসে। প্রধানমন্ত্রী শেখ হাছিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্ভোধন শেষে নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। মেলাটি বৃহস্প্রতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত চলবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, সহকারি কমিশনার (ভূমি) শিরিন আক্তার, কৃষি অফিসার সাইফুল হাছান আলামিন, স্থাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা: দেব দাশ দেব, সমাজ সেবা অফিসার কামরুল হাছান রনি, মৎস্য অফিসার মোসা: খাদিজা খাতুন, প্রকৌশলী জাবেদ হোসেন, যুব উন্নয়ন অফিসার শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো: শহীদ উদ্দিন ও এস আই আমিনুল ইসলাম প্রমূখ।