ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় আতর ইসলাম মজুমদার (৭৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৭ অক্টোবর) সকালে মহাসড়কের উপজেলার মিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতর ইসলাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের মরহুম লালু মিয়া মজুমদারের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্রতগামী অজ্ঞাত একটি গাড়ি আতর ইসলাম মজুমদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।