চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুস সবুরকে পার্বত্য রাঙ্গামাটির জেলায় বদলি করা হয়েছে। এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় দেন।
এ সময় সিনিয়র সহঃ পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মোঃ সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মাহফুজ, পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা, পরিদর্শক (অপরেশন) ত্রিনাথ সাহা ও সেকেন্ড অফিসার এসআই নাছির উদ্দিনসহ থানায় কর্মরত সকল সহপাঠিরা উপস্থিত ছিলেন।
এ সময় সকলে এস আই শেখ আব্দুস সবুরের কর্মময় জীবনে সফলতা কামনা করেন। বিদায় লগ্নে শেখ আব্দুস সবুরও চৌদ্দগ্রাম বাসিকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালন কালে কোনপ্রকার ভুলত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখতে এবং তার উপর অর্পিত দায়িত্ব আগামীদিনে যেন শতভাগ দেশ প্রেম নিয়ে পালন করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত: এসআই শেখ আব্দুস সবুর ২০১৭ সালের ২২ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় যোগদান করেন।