কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রাম থানার এসআই শেখ আব্দুস সবুরের বদলি

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুস সবুরকে পার্বত্য রাঙ্গামাটির জেলায় বদলি করা হয়েছে। এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় দেন।

এ সময় সিনিয়র সহঃ পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মোঃ সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মাহফুজ, পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা, পরিদর্শক (অপরেশন) ত্রিনাথ সাহা ও সেকেন্ড অফিসার এসআই নাছির উদ্দিনসহ থানায় কর্মরত সকল সহপাঠিরা উপস্থিত ছিলেন।

এ সময় সকলে এস আই শেখ আব্দুস সবুরের কর্মময় জীবনে সফলতা কামনা করেন। বিদায় লগ্নে শেখ আব্দুস সবুরও চৌদ্দগ্রাম বাসিকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালন কালে কোনপ্রকার ভুলত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখতে এবং তার উপর অর্পিত দায়িত্ব আগামীদিনে যেন শতভাগ দেশ প্রেম নিয়ে পালন করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত: এসআই শেখ আব্দুস সবুর ২০১৭ সালের ২২ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় যোগদান করেন।

আরও পড়ুন