কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নতুন কুমিল্লায় সংবাদ প্রকাশের পর

লাকসাম রেলওয়ে জংশনে সেই স্টেশন মাস্টার জালালকে স্ট্যান্ড রিলিজ

ফাইল ছবি

নতুন কুমিল্লায় সংবাদ প্রকাশের পর অবশেষে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের সেই দুর্নীতিবাজ স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়েছে।

আজ সোমবার (৮ অক্টোবর) দুপুরে লাকসাম রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন নতুন কুমিল্লাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত ২৮ আগস্ট ‘লাকসাম রেলওয়ে জংশনে স্টেশন মাস্টার জালালের তুঘলকী কাণ্ড!’ শিরোনামে একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই স্টেশন মাস্টারের এসব অপকর্ম নিয়ে লাকসাম স্টেশনসহ পূর্বাঞ্চলীয় রেলওয়েতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এতে টনক নড়ে রেলওয়ে কর্তৃপক্ষের।

সর্বশেষ রবিবার রাতে স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়। আজ সকালে তিনি লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেনের কাছে চলতি দায়িত্ব বুঝিয়ে দেন।

সহকারী স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন নতুন কুমিল্লাকে বলেন, আমাকে আজকেই চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে নতুন স্টেশন মাস্টার যোগদান করবেন। আমরা জানতে পেরেছি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. কামরুল ইসলামকে লাকসামে স্টেশন মাস্টার হিসেবে পদায়ন করা হয়েছে। আর লাকসাম থেকে স্ট্যান্ড রিলিজ হওয়া মো. জালাল উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ এপ্রিল লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হিসেবে যোগদানের পর থেকে মো. জালাল উদ্দিন লাকসাম রেলওয়ে জংশনকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেন। তিনি নিজেই রেলের বারোটা বাজাতে শুরু করেন। গড়ে তোলেন শক্তিশালী টিকিট কালোবাজারি সিন্ডিকেট।

ওই মাস্টারের আরো অপকর্মের মধ্যে ছিল সকাল ৮টায় বিক্রি শুরুর আধা ঘণ্টার পরই রেলের টিকিট কালোবাজারিতে চলে যেত। তিনি বিশ্রামাগার বন্ধ রেখে যাত্রীদের পাবলিক টয়লেটে যেতে বাধ্য করে সেখান থেকে মাসোহারা নিতেন। যাত্রীদের প্রদর্শন করা মনিটর বন্ধ রাখতেন, টিকিট কালোবাজারির কারণে বুকিং সহকারীরা কাউন্টারে থাকেন না। ওই মাস্টার পেনশনভোগীদের কাছ থেকে ‘ঘুষ’ আদায় করতেন। ভুয়া ভাউচারে প্রতি মাসে তেলের টাকা আত্মসাৎ করতেন। স্টেশনের দোকানদার ও হকারদের কাছ থেকে থেকে মাসিক চাঁদা আদায় করতেন। বিভিন্ন ট্রেনে বুকিং ছাড়া মালামাল পাঠানোর চক্র গড়ে তোলেন।

এ ছাড়া তার সময় অপকর্ম এতোটাই বেড়ে গিয়েছিলো যে যার প্রমাণ এই স্টেশনে ট্রেন এলেও মাইকিং হতো না।

আরও পড়ুন…
লাকসাম রেলওয়ে জংশনে স্টেশন মাস্টার জালালের তুঘলকী কাণ্ড!

আরও পড়ুন