দেবিদ্বারে ফরিদা বেগম (৬০) নামের এক বিধবা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধামতী পূর্বপাড়া এলাকায় নিজ ঘর থেকে ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ফরিদা বেগম ধামতী পূর্বপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী ।
ফরিদার আত্মীয় ও স্থানীয়রা জানান, সকালে ফরিদা বেগমের ঘরের সামনে শিধ কাটা ও দরজা খোলা দেখে বাড়ির মানুষ ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ফরিদার মরদেহ ঘরের এক পাশে পড়ে থাকতে দেখা যায়। তার ঘরের সকল জিনিসপত্র সব ঠিক থাকলেও শুধু মোবাইল ফোনটি খোঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চোর ঘরে ঢুকে মোবাইলটি চুরি করার সময় হয়তো ফরিদা বেগমকে গলা টিপে হত্যা করে।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) প্রেম ধন মজুমদার নতুন কুমিল্লাকে বলেন, খবর পেয়ে ফরিদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।