“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এস্লোগানকে সামনে রেখে মনোহরগঞ্জে বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা।
এছাড়াও মঙ্গলবার “থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এস্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীম বানু শান্তি। এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী,
উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা শিক্ষা অফিসার মইনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনসহ আরো অনেকে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার আবু বকর মিয়াজী, আওয়ামীলীগ নেতা আবুল বাশার বাঙালী, মনোহরগঞ্জ কলেজ শিক্ষক ইয়াছিন আরাফাত, সাংবাদিক আকবর হোসেন, বেল্লাল হোসেনসহ আরো অনেকে।