কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত ফেনী জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে সংগঠন ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটির (২০১৮-১৯) সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভায় নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
এবছরের কমিটিতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মোঃ বোরহান উদ্দিন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন মার্কেটিং ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহ মুহাম্মদ ফাহিম। এছাড়াও নতুন কমিটিতে বিভিন্ন পদে ২৯ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।
২০১৭-১৮ সেশনের সাধারণ সম্পাদক এ এইচ লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি আসিবুর রহমান শুভ। এছাড়াও কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।